অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব আয়োজন করা হয়।
২০ ডিসেম্বর বুধবার সদর উপজেলা মাঠে বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে ও মানুষ মানুষের জন্য প্রতিবন্ধী সেবা প্রতিষ্ঠানের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতায় সদর উপজেলার ২২৩ জন অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী ছেলে মেয়েরা অংশ গ্রহন করে। উৎসবে ছেলে মেয়েদের দৌড়, রানিং লং জ্যাম্প, কুয়ার ভিতর বাহির, বল নিক্ষেপ ইত্যাদি খেলা ছিল। বিকেলে বিজয়ী ও অংশগ্রহনকারীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন জেলা প্র্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ। খেলার সার্বিক পরিচালনায় ছিলেন ডব্লিউ রায় ও কমল অধিকারী প্রমুখ।



মন্তব্য করুন