অনলাইন বিজনেস পেইজ ‘ফলোয়ার এন্ড ফ্যাশনস্’ এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর তথ্য কেন্দ্রের ই-কর্মাস ট্রেনিং প্রাপ্ত সদস্যদের উদ্দ্যোগে জেলা তথ্য আপাদের সহযোগিতায় অনলাইন বিজনেস পেইজ ‘ফলোয়ার এন্ড ফ্যাশনস্’ এর উদ্বোধন করা হয়েছে।
২৯ নভেম্বর রবিবার দূপরে জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজার শাখার অডিটরিয়ামে অনলাইন বিজনেস পেইজ ‘ফলোয়ার এন্ড ফ্যাশনস্’ এর শুভ উদ্বোধন করা হয়।
অনলাইন বিজনেস পেইজ এর উদ্বোধন করেন জ্তাীয় মহিলা সংস্থা মৌলভীবাজার শাখার চেয়ারম্যান রেজিয়া রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, মৌলভীবাজার মৌলভীবাজার মহিলা কাউন্সিলর শ্যামলী পূরকায়স্থ, জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজার শাখার জেলা কর্মকর্তা ইহাইয়া।
অনুষ্ঠানে সিফাত-ই মঞ্জু, অদিতি সুত্রধর, ফারহানা আক্তার জুই জাতীয় মহিলা সংস্থার তথ্য আপাগন উপস্থিত ছিলেন। ই-কর্মাস ট্রেনিং প্রাপ্ত দশজন সদস্য অংশ গ্রহন করছে।
মন্তব্য করুন