অবশেষে ধামাই চা-বাগানে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস নতুন ম্যানেজারের দায়িত্ব গ্রহণ

July 23, 2016,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার ধামাই চা-বাগানের নতুন নিয়োগ পাওয়া ম্যানেজার আন্দোলনকারী শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। শুক্রবার ২২ জুলাই আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে ম্যানেজারের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। শ্রমিকেরা জানান, বিভিন্ন দাবিতে বাগানের শ্রমিকেরা সোমবার ১৮ জুলাই বাগানে বিক্ষোভ করেন।

Juri-D-Tea-pic-001শ্রমিকেরা বাগানের চাকরিচ্যুত ম্যানেজার গোপাল শিকদারের বাংলায় তালা ঝুলিয়ে দেন। একই দাবিতে বৃহস্পতিবার ২১ জুলাই শ্রমিকেরা ধর্মঘট পালন করেন। পরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শ্রমিকেরা জানান, আজ বিকাল ৫টার সময় বাগানের কারখানার সামনে উভয়পক্ষের বৈঠক হয়। বৈঠকে ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, পশ্চিম জুড়ী ইউপির চেয়ারম্যান মঈন উদ্দিন মইজন, পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু, শ্রমিক ইউনিয়নের জুড়ী ভ্যালির সভাপতি রতন কুমার তেলি, ধামাই শ্রমিক পঞ্চায়েতের সভাপতি যাদব রুদ্রপাল, স্টাফ মিছবাউর রশীদ খান উপস্থিত ছিলেন। বৈঠকে নতুন ম্যানেজার মালেক নেয়াজ নিয়াজ লিখিতভাবে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেন। শ্রমিকেরা এই দাবি মেনে নিয়ে গোপাল শিকদারের বাংলার তালা খুলে দেন। পরে নতুন ম্যানেজার দায়িত্ব নেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি জানান, নতুন ম্যানেজার শ্রমিকদের সকল দাবি মেনে নিয়েছেন। পর্যায়ক্রমিকভাবে দাবি পূরণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com