শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে পলাতক ৫ আসামি গ্রেপ্তার

September 22, 2024,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ ৫জনকে গ্রেপ্তার হয়েছে।

শনিবার ২১ সেপ্টেম্বর রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো: আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই সুব্রত চন্দ্র দাস, এসআই নুরুজ্জামান, এসআই সুজন কান্তি পাল, এসআই শহিদুল ইসলাম, এসআই মিয়া নাসির উদ্দিন আহমেদসহ পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে পরোয়ানাভুক্তসহ পলাতক ৫ আসামিকে আটক করা হয়।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, ১৮০/২৩(শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শহরতলীর রামনগর এলাকার কামাল হোসেন এর ছেলে আসাদুজ্জামান অরফে বিশাল আহমেদ (১৯), সিআর ৪৩১/২৩ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রামনগর গ্রামের নুরুল আলম এর ছেলে মো: জালাল উদ্দিন ভূইয়া, সিআর ৪৩১/২৩ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো: নুরুল ইসলাম এর ছেলে মো: দুলাল ভূইয়া, সিআর ৩৪৯/২৪ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি দুধা মিয়ার ছেলে লিটন মিয়া ও জিআর ২৩৮/১৭(শ্রীঃ) এর পলাতক অভিযুক্ত উপজেলার ইছবপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো: রাসেদ আলীকে আটক করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো: আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ৫ আসামিকে রোববার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com