আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের মোটরসাইকেল শোডাউন

November 10, 2018,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোটর সাইকেল শোডাউন করেছে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠন।

শুক্রবার ৯ নভেম্বর বিকেলে মৌলভীবাজার শহরের স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের নেতৃত্বে মোটর সাইকেল শোডাউন শুরু হয়। এই সাইকেল শোভাযাত্রায় আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা অংশ নেন। এ সময় জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক অজয় সেন, জেলা আওয়ামীলীগ তথ্য ও গবেষনা সম্পাদক সজিব হাসান, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোজ্জামেল হক রাব্বীসহ ছাত্রলীগ,তাঁতীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কয়েকশত মোটর সাইকেল নিয়ে শোডাউনটি শহরের কোর্ট রোড, পুরাতন সেন্ট্রাল রোড, ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক ঘুরে আবার শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এ সময় নৌকা নৌকা শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো শহর।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com