আটঘর উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার॥ নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজার সদর উপজেলার আটঘট উচ্চ বিদ্যলয়ে ১৬ ডিসেম্বর রোববার মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ভোরে বিদ্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে আটঘর বাজার প্রদক্ষিণ কওে বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে বিজয় দিবসকে প্রানবন্ত করতে শিক্ষার্থীদের মধ্যে খেলাধোলাসহ নানা আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
সহকারী শিক্ষক নজরুল ইসলামের পরিচলনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহীন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ জরিপ মিয়া, আলহাজ্ব মাহমুদুর রহমান ও শেখ রাহিদ মিয়া প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক আমিন উদ্দিন, সফিউদ্দিন আহমদ খান, মানিক লাল দাশ, স্বপন শীল, দুলাল চন্দ্র দাশসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।
অনুষ্টান শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন।
মন্তব্য করুন