আনন্দমুখর পরিবেশে সিলেট ড্রিমার্স টি-টেন লীগের ফাইনাল খেলা সম্পন্ন

February 22, 2025,

স্টাফ রিপোর্টার : তরুণদের ক্রীড়া প্রতিভা বিকাশে কাজ করে যাচ্ছে সিলেট ড্রিমার্স স্পোর্টিং ক্লাব তরুণদের ক্রীড়া প্রতিভা বিকাশ ও তাদেরকে সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষায় খেলাধুলায় সম্পৃক্ত করার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত সিলেট ড্রিমার্স স্পোর্টিং ক্লাব (এসডিএসসি) নিয়মিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে যাচ্ছে। একইসঙ্গে সুবিধাবঞ্চিত কিশোর-তরুণদের নানাভাবে পৃষ্টপোষকতা করছে এসডিএসসি। এরই ধারাবাহিকতায় এবারও আয়োজন করা হয় সিলেট ড্রিমার্স টি-টেন লীগ।
শুক্রবার ২১ ফেব্রুয়ারি এই লীগের ফাইনাল খেলা আনন্দমুখর পরিবেশে নগরীর আম্বরখানাস্থ মনিপুরী মাঠে অনুষ্ঠিত হয়। খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন সিলেট ড্রিমার্স স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্টপোষক, বিশিষ্ট সমাজসেবী, শর্ট লেট এন্ড হলিডে এপার্টমেন্টস বাংলাদেশ এর স্বত্ত্বাধিকারী আবুল আলা জুনেদ আহমদ ও এসডিএসসি’র চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন চৌধুরী নিমপিয়।
অনুষ্ঠানে আবুল আলা জুনেদ আহমদ তার বক্তব্যে বলেন, কিশোর-তরুণরা খেলাধুলায় সম্পৃক্ত থাকলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। প্রতিভাবানরা আরও এগিয়ে যাওয়ার সুযোগ পায়। তাই দেশের কিশোর-তরুণদের বিশেষ করে সুবিধাবঞ্চিতদের ক্রীড়া সহায়তা দিতে এসডিএসসি কাজ করে যাচ্ছে। এই ক্লাবের আরও সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা রয়েছে। সকলের সহযোগিতায় এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন হবে। তিনি পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে আগত বিশিষ্টজনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীর পরিকল্পনা বাস্তবায়নে তাদের সহযোগিতা কামনা করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসডিএসসি’র চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন চৌধুরী নিমপিয়া বলেন, তরুণ প্রজন্ম সঠিক পথে থাকলে দেশও দ্রুত সামনে এগিয়ে যায়। তরুণরাই দেশের ভবিষ্যত। তাই তাদেরকে শিক্ষা অর্জন, সংস্কৃতি চর্চা ও খেলাধুলার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। যাতে তারা যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। এসডিএসসি এ লক্ষেই কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সুন্দর ও সুস্থ জীবন গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শরীর গঠন ও মেধা বিকাশে সহায়তা করে। সুস্থ দেহ, সুস্থ মন গড়ে তুলে। তিনি নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য এসডিএসসি ক্লাবের প্রতিষ্ঠাতাদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ একেএম মাহমুদ ইমন বলেন, প্রান্তিক পর্যায়ে আয়োজিত বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট অনেক গুরত্বপূর্ণ। এসব টুর্নামেন্টে ক্রিকেটারদের হাতেখড়ি হয়। তারা সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পায়। তৃণমূল পর্যায়ে খেলে নিজের যোগ্যতা-মেধা দিয়ে অনেকে জাতীয় দলে সুযোগ করে নেয়। তিনি নিয়মিত প্রতিযোগিতা আয়োজন ও ক্রীড়াক্ষেত্রে পৃষ্টপোষকতা করায় এসডিএসসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং আগামীতে তাদের এসব কার্যক্রম আরও প্রসারিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, তরুণ সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে হবে। এ ক্ষেত্রে খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিশোর-তরুণরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় ব্যস্ত থাকলে তারা ভালো থাকবে। তিনি সিলেট ড্রিমার্স স্পোর্টিং ক্লাবের মহতি উদ্যোগের প্রশংসা করে বলেন, তাদের এই সুন্দর উদ্যোগকে এগিয়ে নিতে সবাইকে সহযোগিতা করতে হবে।
সিলেট ড্রিমার্স স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে ও ওয়াহিদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ সম্পাদক শামীম মজুমদার, শিক্ষাবিদ ও সমাজসেবী জাকারিয়া মজুমদার মেহেদী, সমাজসেবী মোকাম্মেল হক সোহাগ, সমাজসেবী দেওয়ান মোস্তাক রাজা চৌধুরী, সমাজসেবী ফারুক আহমদ ও জয়নাল আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এসডিএসসি’র সাবেক সভাপতি মো. জনি, সহ-সভাপতি মো. ওয়াসিম, মো. খোকন, মারুফ আহমদ, তারেক আহমদ, সজীব আহমদ, রাফসান আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com