আপত্তিকর অবস্থায় স্কুল পড়–য়া তরুণ-তরুণী আটক

January 31, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা শহর থেকে আপত্তিকর অবস্থায় দুই স্কুল শিক্ষার্থী তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।
৩১ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে জেলা শহরের কালেঙ্গা রোডে সিএনজি চালিত অটোরিকশার ভেতরে তাদেরকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়।
আটক তরুণ শহরের কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র এবং আটক তরুণী শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তরুণের বাড়ি বর্ষিজোড়ায় এবং তরুণীর বাড়ি ভৈরববাজারে, স্কুল ড্রেস পরা এবং বই ব্যাগ সাথে ছিলো।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল মমিন জানান, “আপত্তিকর অবস্থায় দুই স্কুল শিক্ষার্থী তরুণ-তরুণীকে সিএনজি চালিত অটোরিকশার ভেতর দেখে প্রত্যক্ষদর্শীরা আমাকে খবর দেয়। আমি সাথে সাথে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসি। পরে ঐ তরুণ-তরুণীকে তাদের অভিভাবক ডেকে এনে মুচলেকা নিয়ে শর্তসাপেক্ষে ছেড়ে দিয়েছি।”

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com