আবারও নজরুল ইসলাম খানের এ্যাওয়ার্ড লাভ
লন্ডন প্রতিনিধি॥ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাধারন সম্পাদক ও ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম খান সামাজিক কাজে অবদানের জন্য কমিউনিটি এ্যাওয়ার্ড লাভ করেছেন। সম্প্রতি লন্ডন ব্রেন্ট কাউন্সিলের মেয়র পারভেজ আহমেদ তাঁর হাতে এ্যাওয়াডটি তুলে দেন। নজরুল ইসলাম খান সামাজিক কাজে অবদানের জন্য এর আগেও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর স্পিকার খালিছ উদ্দিন আহমেদ কর্তৃক অনূরূপ এ্যাওয়ার্ড লাভ করেন।
কুলাউড়ার কৃতি সন্তান নজরুল ইসলাম খান এর এই কৃতিত্বের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের ৩ বারের সাবেক সফল চেয়ারম্যান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কুলাউড়া পলি ক্লিনিকের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সম্পাদক মইনুল ইসলাম শামিম, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী,সাপ্তাহিক অর্থকালের সহকারী সম্পাদক এম. আতিকুর রহমান আখই, জুড়ীনিউজ.কম.বিডির নির্বাহী সম্পাদক আল আমীন, রাশীদ আলী ফাউন্ডেশনের উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি সাংবাদিক মোক্তাদির হোসেন, সংযুক্ত আরব আমিরাত আল আইন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও রাশীদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন আনু, বঙ্গবন্ধু পরিষদের আল আইন জেলা কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, জাতীয় সাপ্তাহিক অর্থকাল’র মৌলভীবাজার ব্যুরো প্রধান মাহফুজ শাকিল, মানবকন্ঠ প্রতিনিধি সেলিম আহমদ, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশের কুলাউড়া ব্যুরো প্রধান এইচ ডি রুবেল, নিরাপদ স্বাস্থ্যরক্ষা আন্দোলন কমিটির সাধারন সম্পাদক সাইদুর রহমান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন, সাপ্তাহিক জনতার নিঃস্বাস এর সিলেট বিভাগীয় প্রতিনিধি ইউসুফ আহমদ ইমন, ঢাকানিউজ২৪এর জেলা প্রতিনিধি এম. শাহবান রশীদ চৌধুরী প্রমুখ।
মন্তব্য করুন