আরব আমিরাতে গোল্ডেন ভিসা প্রোগ্রামের নতুন তিন ক্যাটাগরি: শিক্ষাবিদ, গেমিং এবং ইয়ট মালিকদের জন্য সুযোগ

January 29, 2025,

সংযুক্ত আরব আমিরাত : সংযুক্ত আরব আমিরাত গত বছর থেকে নতুন ৩টি ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা প্রোগ্রাম বাড়াচ্ছে। বিশেষায়িত পেশাজীবী ও বিত্তশালী ব্যক্তিদের জন্য গোল্ডেন ভিসা প্রোগ্রাম সম্প্রসারণ করেছে। শিক্ষাবিদ, গেমিং শিল্পকর্মী এবং বিলাসবহুল ইয়ট মালিকদের জন্য দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ নিশ্চিত করতে এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশটি প্রতিভাবান ব্যক্তিদের আকর্ষণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উদ্ভাবনকে উৎসাহিত করার লক্ষ্য নিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এই কৌশলগত ভিসা প্রোগ্রাম ব্যতিক্রমী প্রতিভাবান ব্যক্তিদের আকর্ষণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উদ্ভাবনকে উৎসাহিত করার জন্যই মূলত করা হচ্ছে।

অসাধারণ শিক্ষকদের জন্য গোল্ডেন ভিসা দুবাইয়ের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য গোল্ডেন ভিসার সুযোগ চালু করা হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে নলেজ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট অথরিটি (কঐউঅ) এই উদ্যোগ চালু করে। যারা প্রাইভেট শিক্ষা খাতে অসাধারণ অবদান রেখেছেন, তারা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।

শিক্ষকদের একাডেমিক কৃতিত্ব, শিক্ষায় উদ্ভাবন এবং শিক্ষার মানোন্নয়নে অবদানের ভিত্তিতে এই ভিসা প্রদান করা হবে। ১০ বছরের এই ভিসা নবায়নযোগ্য এবং এতে পরিবারকে স্পনসর করার সুযোগ রয়েছে।

গেমিং পেশাজীবীদের জন্য দুবাই গেমিং ভিসা ই-স্পোর্টস ও গেমিং শিল্পে বিনিয়োগ ও বিকাশকে উৎসাহিত করতে সংযুক্ত আরব আমিরাত ‘দুবাই গেমিং ভিসা’ চালু করেছে। দুবাই ক্রাউন প্রিন্স ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এই বিশেষ উদ্যোগ নেন। গেমিং শিল্পে কর্মরত পেশাজীবীরা এই ১০ বছরের গোল্ডেন ভিসার জন্য যোগ্যতা অর্জন করতে পারবেন।

বিলাসবহুল ইয়ট মালিকদের জন্য গোল্ডেন ভিসা ‘আবুধাবি গোল্ডেন কোয়ে’ উদ্যোগের অধীনে বিলাসবহুল ইয়ট মালিকদের জন্য গোল্ডেন ভিসা চালু করা হয়েছে। আবুধাবি বিনিয়োগ অফিস ও ইয়াস মেরিনার সহযোগিতায় সংস্কৃতি ও পর্যটন বিভাগ (উঈঞ অনঁ উযধনর) এই প্রোগ্রামটি চালু করে।

এই উদ্যোগের লক্ষ্য উচ্চ বিত্তবান ব্যক্তিদের বিনিয়োগে আকৃষ্ট করা। ১০ বছরের এই ভিসায় আবুধাবিতে বিনিয়োগ এবং বসবাসের সুযোগ রয়েছে।

উদ্ভাবন ও বিনিয়োগে উৎসাহ গোল্ডেন ভিসার এই নতুন বিভাগগুলো সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক উন্নয়ন ও প্রতিভাবান পেশাজীবীদের জন্য উন্মুক্ত দিগন্ত তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

 

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com