আলহাজ্ব মো: মুখলিছুর রহমান ডিগ্রী কলেজের ¯œাতক শ্রেণীর ছাত্র ছাত্রীদের অরিয়েন্টেশন ক্লাশ উদ্বোধন
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের রাতগাঁও এ অবস্থিত আলহাজ্ব মো: মুখলিছুর রহমান ডিগ্রী কলেজের ¯œাতক শ্রেণীর ছাত্র ছাত্রীদের অরিয়েন্টেশন ক্লাশ উদ্বোধন করেছেন সৈয়দা সায়রা মহসীন এমপি।
২১ এপ্রিল বহস্পতিবার এ উপলক্ষ্যে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব এম এ রহিম সিআইপি। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার শাহজালাল, সদর উপজেলা আওয়ামীলীগের সম্পাদক আনকার আহমদ, আওয়ামীলীগ নেতা সৈয়দ নওশের আলী খোকন, জগৎসী কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, পাতাকুঁড়ির দেশ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল। বক্তব্য রাখেন আলহাজ্ব মুখলিছুর রহমান ডিগ্রী কলেজের দাতা সদস্য মুজিবুর রহমান, কলেজের অধ্যক্ষ আ: রাজ্জাক, সৈয়দা সানজিদা শারমীন প্রমুখ।
সৈয়দা সায়রা মহসীন এমপি কলেজের উন্নয়নের আশ্বাসসহ কলেজের পানীয় জলের সমস্যা নিরসনের জন্য একটি ডিপ টিউবওয়েল প্রদানের আশ্বাস দেন।
উল্লেখ্য ২০১০ সালে প্রতিষ্ঠিত আলহাজ্ব মো: মুখলিছুর রহমান ডিগ্রী কলেজ উচ্চ মাধ্যমিক শাখা চালু করে যাত্রা শুরু করে। শুরু থেকেই কলেজটি এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশের রেকর্ড করে আসছে। চলতি বছর থেকে ২৫ জন ছাত্রছাত্রী নিয়ে বিএসএস চালু করা হয়েছে।
মন্তব্য করুন