আল ইহসান ছাত্রকল্যাণ পরিষদের জমকালো ইসলামী সংগীত সন্ধা আলোচনা সভা

December 19, 2016,

এহসান মুজাহির॥ বিজয়ের মাস উপলক্ষ্যে শ্রীমঙ্গলের বরুণা আল ইহসান ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে শ্রীমঙ্গলের বরুণা বাজারে ১৭ ডিসেম্বর শনিবার বিকাল ৩টায়, বিজয় দিবসের আলোচনা সভা ও ইসলামী সংগীত সন্ধার আয়োজন করা হয়। আলোচন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার মুহাদ্দিস, পীরে কামিল হাফেজ মাওলানা ওলিউর রহমান বর্ণভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতায় করেন বরুণা মাদরাসার শিক্ষাসচিব মাওলানা রশিদ আহমদ হামিদী, মাওলানা মাহফুজ আহমদ হাজিপুরী, সাংবাদিক ও কলামিস্ট মাওলানা এহসান বিন মুজাহির, ৫ নং কালাপুর ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি জিতু মিয়া, মাওলানা ক্বারি শরিফুর রহমান শাকির, মাওলানা আনহার উদ্দিন প্রমুখ। ফাহিম আল হাসান, তোফায়েল ও রাকিব আল হাসাওেনর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে পবিত্র কালামুল্লাহপাক থেকে সুললিত কন্ঠে তিলাওয়াত করে দর্শক শ্রেুাতাদের বিমোহিত করেন ক্বারী আহমদ কবির উসমানী, ক্বারি আনছার উদ্দিন, ক্বারি শামছুল হক। মনোমুগ্ধকর ইসলামী সংগীত, হামদে বারী তায়ালা ও দেশাত্ববোধক গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন আল ইহসান, আলম, জাগরণ, কুহতান, আবাবিল ও প্রীতিডোর শিল্পী গোষ্ঠির শিল্পীৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com