ইউপি নির্বাচন ঃ কমলগঞ্জে সংরক্ষিত মহিলা সদস্য পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হচ্ছেন সন্ধ্যা রানী সিনহা
May 5, 2016,
![](https://i0.wp.com/www.patakuri.com/wp-content/uploads/2016/05/Kulaura-Batera-1-1.jpg?fit=800%2C445)
প্রনীত রঞ্জন দেবনাথ॥ আগামী ২৮ মে ৫ম দফা অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউনিয়নের ৩নং সংরক্ষিত মহিলা সদস্য পদে (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড) একমাত্র প্রার্থী ছিলেন সন্ধ্যা রানী সিনহা। ৪ মে বুধবার মনোনয়ন পত্র যাচাই বাছাই কালে তার প্রার্থীতা বৈধ ঘোষিত হয়েছে। ফলে তিনি এ আসনে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
আদমপুর ইউনিয়নের রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার ফরহাদ হোসেন বলেন, আদমপুর ইউনিয়নের সংরক্ষিত ৩নং নারী আসনে একক প্রার্থী ছিলেন সন্ধ্যা রানী সিনহা। আগামী ১২ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ১৩ মে প্রতীক বরাদ্দের পর তাকে নির্বাচিত ঘোষনা করা হবে। ২ মে সোমবার তিনি মনোনয়ন দাখিল করেছেন। এ পদের জন্য আর কোন প্রার্থীর মনোনয়ন জমা পড়েনি।
মন্তব্য করুন