মৌলভীবাজার ইমজার কার্যকরি কমিটিকে বরণ

September 23, 2020,

স্টাফ রিপোর্টার॥ ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা মৌলভীবাজার এর নবগঠিত কার্যকরি কমিটিকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বিদায়ী কমিটির সদস্যরা।
মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে এডভোকেট রাধাপদ দেব সজলের সভাপতিত্বে এ বরণ অনুষ্ঠানে ইমজার কার্যক্রম নিয়ে আলোচনায় অংশনেন ইমজার বিদায়ী সভাপতি শাহ অলিদুর রহমান, নবনির্বাচিত সম্পাদক বকশী মিজবাহ উর রহমান ও বিদায়ী সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও ইমজা সদস্য পান্না দত্ত, ইমজার সিনিয়র সহ সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, যুগ্না সাধারণ সম্পাদক আরটিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, যুগ্ন সম্পাদক আফরোজ আহমদ, অর্থ সম্পাদক সঞ্জয় কুমার দে, প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক ও ইমজা সদস্য সালেহ এলাহি কুটি, ইমজা সদস্য জাফর আহমদ, মাহবুবুর রহমান রাহেল, আব্দুর রব ও আমির হোসেন। এ সময় সাংবাদিক নেতারা সবাই ঐক্যবদ্ধ থেকে এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আরো বলিষ্টভাবে কাজ করার প্রতিশ্রুতিবদ্ধহন। একই সাথে বিভিন্ন ফেইসবুকসহ ভুয়া সাংবাদিকদের দ্বারা কেউ যেন বিব্রান্ত না হন সে বিষয়েও তারা আলোকপাত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com