ইয়াবাসহ একাধিক মামলার আসামী তানভীর আটক
January 20, 2019,

আব্দুল কাইয়ুম॥ মৌলভীবাজারে একাধিক মামলার আসামী তানভীরকে ১৩০ পিছ ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার ২০ জানুয়ারি দুপুর দেরটার দিকে সদর উপজেলার শিমুলতলা বাজারে আলতাফ মটরর্স এর সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুমিন উল্ল্যাহ এর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ১৩০ পিছ ইয়াবাসহ এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটক তানভীর সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে বলে জানা যায়।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক এসআই মুমিন উল্ল্যাহ ইয়াবাসহ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় আটক তানভীরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এসময় তিনি বলেন তানভীর একাদিক মামলার আসামী।
মন্তব্য করুন