ঈদুল আযহা ও বন্যা পরিস্থিতি নিয়ে সুশীল সমাজ, সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

June 4, 2025,

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আযহা, বন্যা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে সুশীল সমাজ ও সাংবাদিকগণের সাথে মৌলভীবাজার জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৪ জুন জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৈশলী মোঃ কায়সার হামিদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ আল্লাহ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিল অলীদ।

বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশি ইকবাল আহমদ, সাবেক সভাপতি এম এ সালাম, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল ওয়াদুদ, যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com