উপ-নির্বাচন উপলক্ষে মাঠ পর্যায়ে পরিদর্শন করলেন পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলের দুটি ইউনিয়নের উপ নির্বাচন ২০ অক্টোবর মঙ্গলবার। উপজেলার ভূনবীর ইউনিয়ন পরিষদ ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনা করার লক্ষে নির্বাচনী এলাকা পরিদর্শন ও পথ সভা করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।
১৯ অক্টোবর সোমবার বিকেলে উপজেলার ভূনবীর ইউনিয়নে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, সিনিয়র সহকারি পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক প্রমুখ। পরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন তারা।
উল্লেখ্য আগামীকাল মঙ্গলবার ভূনবীর ও মির্জাপুর এই দুটি ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভূনবীর ইউনিউনে নৌকা প্রতিক নিয়ে মোঃ আব্দুর রশিদ, স্বতন্ত্রপ্রার্থী সিএনজি প্রতিক নিয়ে মোঃ কাওসার আহমেদ, চশমা প্রতিক নিয়ে আবুল বাশার, আনরস প্রতিক নিয়ে মোঃ জলিল মাহমুদ, মোটর সাইকেল নিয়ে মোল্লা কবির আহমেদ প্রতিদ্বন্দিতা করছেন। আর মির্জাপুর ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে অপুর্ব চন্দ্র দেব, ধানের শীষ মো. সুফি মিয়া।
মন্তব্য করুন