একাদশ জাতীয় সংসদ নির্বাচন মৌলভীবাজার-২ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মনসুরকে কমলগঞ্জে রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজার-২ আসন (কুলাউড়া উপজেলা)-এর জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক আওয়ামীলীগ নেতা ও সাংসদ সুলতান মোহাম্মাদ মনসুরকে কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সোমবার ২৬নভেম্বর ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে দুপুর ১২ টায় ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে পৌছার পর সেখানে আগে থেকেই সমবেত কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রব্বানী তৈমুরের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের প্রায় শতাধিক নেতাকর্মী সুলতান মোহাম্মাদ মনসুরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান। সাবেক ডাকসু ভিপি ও আওয়ামীলীগের সাবেক সাংসদ সুলতান মোহাম্মাদ মনসুর ঢাকা থেকে পারাবত ট্রেন যোগে কুলাউড়া যাওয়ার পথে ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে যাত্রা বিরতি করেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সুলতান মোহাম্মাদ মনসুর বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে ঐক্যফ্রন্টের প্রার্থীকে বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”তিনি এসময় উপস্থিত সকল নেতা কর্মীদের সাথে কুশল বিনিময় শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে কুলাউড়ার উদ্দেশ্যে ভানুগাছ ষ্টেশন ত্যাগ করেন।
মন্তব্য করুন