এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর বার্ষিক সাধারন সভা ও রিক্সা প্রদান

December 3, 2016,

কুলাউড়া অফিস॥ আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর উদ্যোগে অতীত সভাপতি এপেঃ আজিজুর রহমানের বাস ভবনে বৃহস্পতিবার ক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা-৪ গর্ভনর এপেঃ জাহাঙ্গীর আলম খোরশেদ, ন্যাশনাল অফিসিয়াল ইঞ্জিনিয়ার এপেঃ আব্দুস সবুর, ন্যশনাল অফিসিয়াল এপেঃ ইফতেখার হোসেন মনি, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর অতীত সভাপতি ও জুড়ী টাইমস্ অনলাইন পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি এপেঃ আলহাজ্ব আজিজুর রহমান, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর প্রেসিডেন্ট এপেঃ হারিস মোহাম্মদ, এপেঃ মিলাদ চৌধুরী, এপেঃ ক্লাব অব হাকালুকি ভিউ এর প্রেসিডেন্ট এপেঃ আব্দুল আজিজ, সেক্রেটারী এন্ড ডিএন এডিটর এপেঃ জুয়েল রানা, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ নাজিম উদ্দিন মানিক, এপেঃ সিরাজুল ইসলাম, এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ এর সাভির্স ডাইরেক্টর এপেঃ আল আমিন আহমদ, এপেঃ এম এ রাজু ,এপেঃ হাবিবুর রহমান, এপেঃ আনোয়ার হোসাইন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে এপেঃ সিরাজুল ইসলামকে প্রেসিডেন্ট ও এপেঃ এম জহির উদ্দিন সরকারকে সেক্রেটারী এন্ড ডিএনএডিটর মনোনিত করে ১১ সদস্য বিশিষ্ট ২০১৭ সালের বোর্ড গঠন করা হয়। পরে সেবা কার্যক্রমের অংশ হিসাবে ক্লাবের পক্ষ থেকে ভোগতেরা গ্রামে মিজানুর রহমান কে একটি রিক্সা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com