এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ২০১৭ বর্ষের ক্লাব বোর্ড গঠন

December 7, 2016,

কুলাউড়া অফিস॥ এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ২০১৭ বর্ষের ক্লাব বোর্ড গঠন করা হয় ৭ম বার্ষিক সাধারন সভায়।
৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কুলাউড়াস্থ হাকালুকি রেষ্টুরেন্ট সংলগ্ন হলরুমে ২০১৬ বর্ষের ক্লাব প্রেসিডেন্ট এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পালের সভাপতিত্বে ও সঞ্চালনায় এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত হয়। উক্ত এজিএম নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের জেলা-৪ এর গর্ভনর এপেঃ জাহাঙ্গীর আলম খুরশিদ। এছাড়াও সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ক্লাব লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো ও ন্যাশনাল অফিসিয়াল এপেঃ ইফতেখার মনি। উক্ত এ.জি.এম.এ একটি প্যানেল উপস্থাপন হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ২০১৭ বর্ষের এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের প্রেসিডেন্ট এপেঃ শরীফ আহমদ, সেক্রেটারী এন্ড ডিএনই এপেঃ জাহাঙ্গীর আলম নির্বাচিত হন। এছাড়াও ক্লাব বোর্ডের সদস্যরা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ স্বপন কুমার দাস, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ কাজী কোহেলা বেগম, আইপিপি এন্ড এক্সপেনশন ডিরেক্টর এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল, সার্ভিস ডিরেক্টর এপেঃ শফিউল আলম সৌরভ, ট্রেজারার এপেঃ সুরমান আহমদ, মেম্বারশীপ এন্ড এ.ডিরেক্টর এপেঃ মোঃ জুবায়ের আহমদ সুহেল, ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপেঃ সুহেল আহমদ, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপেঃ মোঃ আব্দুল বাছিত, সার্জেন্ট এ্যাট আর্মস এপেঃ আলতাফ হোসেন সুমেল। অনুষ্ঠানে উপস্থিত থেকে নির্বাচন কমিশনার, সহকারী নির্বাচন কমিশনারবৃন্দ ছাড়াও আরো যারা বক্তব্য রাখেন তারা হলেন ন্যাশনাল অফিসিয়াল ও ক্লাব পিপিবৃন্দ এপেঃ এ.এফ.এম. ফৌজি চৌধুরী, এপেঃ তোফায়েল আহমদ ডালিম, এপেঃ শহীদুল ইসলাম তনয়, এপেঃ আব্দুস সহিদ বাবুল, এপেঃ শাহীন আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com