(ভিডিওসহ) এমসি কলেজের ঘটনায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন

September 30, 2020,

সাইফুল্লাহ হাসান॥ সিলেটে এমসি কলেজে স্বামীকে আটকে রেখে নববধূকে গণধর্ষণের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩০ সেপ্টেম্বর দূপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক এবং বন্ধুমহল ফ্রেন্ডস কিংডমের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের জেলা আহ্বায়ক রাশেদা বেগমের সভাপতিত্বে ও সাংবাদিক নজরুল ইসলাম মুহিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন-জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, কুলাউড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মনজুরুল হক, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, শেখ বোরহান উদ্দিন সোসাইটির চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব।
উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক তারিক আজিজ, ব্র্যাকের জুনিয়র সেক্টর স্পেশালিষ্ট অল্লিকা দাস, বন্ধু মহল ফ্রেন্ডস কিংডমের উদ্যোক্তা আব্দুস সালাম, উপদেষ্টা সুহেল আহমদ সহ মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক তারিক আজিজ, ব্র্যাকের জুনিয়র সেক্টর স্পেশালিষ্ট অল্লিকা দাস প্রমুখ। এসময় বক্তারা বলেন, পবিত্র এই ভূমিকে যারা কলঙ্কিত করেছে তাদেরকে ছাড় দেয়া যাবে না। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই গণধর্ষণের ঘটনায় সারাদেশের মতো আমরাও মর্মাহত।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com