এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে বন্যার্তদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ

September 9, 2024,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে কমলগঞ্জ উপজেলার বন্যাদুর্গত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

রোববার ৮ সেপ্টেম্বর বন্যাকবলিত কমলগঞ্জ উপজেলার দক্ষিণ গোলের হাওর গ্রামের বন্যাদুর্গত ৩০টি পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে মোট ১লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় এসএসসি ব্যাচ ১৯৮৫ বাংলাদেশ এর কেন্দ্রীয় এডমিন ও সিলেট বিভাগীয় সমন্বয়ক আশিক নজরুল, কেন্দ্রীয় মডারেটর মোহাম্মদ আবদুল হাই খান, সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব মনসুর আলম চৌধুরী টিপু, মৌলভীবাজার জেলার জেলা প্রতিনিধি মো: শহিদ মিয়া, শ্রীমঙ্গল শাখার সহ সভাপতি মো: আসগর আলী, নির্বাহী সদস্য পংকজ দাস ও শ্রীমঙ্গল শাখার সভাপতি মো: মহসীন আলী।

শ্রীমঙ্গল শাখার সভাপতি মো: মহসীন আলী জানান, আমরা ১৯৮৫ ব্যাচের বন্ধুরা আমাদের গ্রুপের দেশী, প্রবাসী বন্ধুদের ও বসুন্ধরা জোনের  সহযোগিতায় বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছি। সবাই দোয়া করবে আল্লাহ পাক যেন সবার দানকে কবুল করেন এবং আগামীতে আরও বড় পরিসরে অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতা করতে পারি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com