কমলগঞ্জের হোমেরজানে মণিপুরীদের অন্যরকম অনুষ্ঠান ‘থাবাল চুম্বা’

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে দোল উৎসব উপলক্ষে জ্যোৎন্সালোকিত রাতে নৃত্যের তালে তালে মণিপুরীদের বিশেষ অনুষ্ঠান ‘থাবাল চুম্বা’ অনুষ্ঠিত হয়। শুক্রবার ২ এপ্রিল রাতে উপজেলার হোমেরজান গ্রামে সারা দেশের বিভিন্ন এলাকা থেকে আগত মণিপুরী তরুণ-তরুণীরা বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে এ অনুষ্ঠানের মাধ্যমে তাদের নিজস্ব সংস্কৃতি ও ধর্মীয় বিষয় উপস্থাপন করে। প্রতিবছর দোল পূর্ণিমাকে ঘিরে মণিপুরিরা এ উৎসবের আয়োজন করে থাকেন। থাবাল-চোঙবা মূলত মণিপুরীদের ঐতিহ্যবাহী এক ধরনের নৃত্য। য়াওশাঙ উৎসব আসলে সনাতন ধর্মাবলম্বীদের হোলি উৎসবেরই মণিপুরী রূপ। তবে অষ্টাদশ শতকের পূর্ব পর্যন্ত এ উৎসবটি শুধু শীতের বিদায় ও বসন্তের আগমন বার্তাই বয়ে আনত।
হোমেরজান গ্রামে থাবাল চোঙবা উদযাপন পরিষদের আয়োজনে করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে তরুণ-তরুণীরা মাস্ক পড়ে ধর্মীয় রীতি ও মণিপুরী ঐতিহ্য ও সংস্কৃতি নৃত্যের মাধ্যমে তুলে ধরে। উৎসব উদযাপন পরিষদের আহবায়ক দিপু সিংহ, সদস্য সচিব নন্দেশ্বর সিংহ, সদস্য সুশীল সিংহ ও নংজাই সিংহ বলেন, মনিপুরী সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরাই হচ্ছে ‘থাবাল চুম্বা’ । এটি মূলত দোল পূর্ণিমা উপলক্ষে করা হয়ে থাকে। এতে আমাদের কমিউনিটির তরুণ-তরুণীদের পাশাপাশি ছোট ছোট শিশুরা এবং বিবাহিত মহিলারাও অংশগ্রহণ করে থাকেন। এটি সম্পূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মাঙাং লৈমা দেবী ও য়ুম্নাম পিবা। যা শত শত দর্শক উপভোগ করেন।
মন্তব্য করুন