কমলগঞ্জে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার ॥ লুন্ঠিত স্বর্ণ উদ্ধার

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। গত মঙ্গলবার ২১ নভেম্বর রাত আনুমানিক ১২ টায় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান ও ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাসের নেতৃত্বে এসআই ফরিদ মিয়া, এএসআই হামিদুর রহমান, আয়েছ মিয়া, আনিসুর রহমান রসঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি পাইপগানসহ ২ রাউন্ড কার্তুজ ও ৩টি রাম দা উদ্ধার করা হয়। তাদেরকে আটক করার পর তাদের স্বীকারোক্তিতে হবিগঞ্জের পুরান বাজারের উত্তম শিল্পালয়ে অভিযান চালিয়ে হবিগঞ্জ থানার নোয়াহাটি গ্রামের দিলীপ দেবের ছেলে মিঠুন দেব (৩২) এর স্বর্ণের দোকান থেকে চোরাইকৃত ২ ভরি ৭ আনা গলানো স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে। তাদেরকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- কুলাউড়া উপজেলার পাবই গ্রামের মৃত আঃ কাদিরের ছেলে আব্দুল মজিদ (২৭), কমলগঞ্জ উপজেলার কালিপুর গ্রামের মৃত আঃ লতিফের ছেলে সোলেমান মিয়া (৩২), কমলগঞ্জ উপজেলার বাগমাড়া গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে আল-আমিন (৩০) ও কুলাউড়া উপজেলার বাগজোড় গ্রামের আঃ কুদ্দুছের ছেলে আছকির আলী (৩১)।
পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে রাতে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান শুরু করে। মৌলভীবাজারে বিভিন্ন থানায় গ্রেফতারকৃত আসামী আব্দুল মজিদ (২৭) এর বিরুদ্ধে ৪ টি, সোলেমান মিয়া (৩২) এর বিরুদ্ধে ৫ টি, আল-আমিন (৩০) এর বিরুদ্ধে ৭ টি এবং আছকির আলী (৩১) এর বিরুদ্ধে ৩ টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে । অস্ত্র উদ্ধারের ঘটনায় কমলগঞ্জ থানার ওসি তদন্ত সুধীন চন্দ্র দাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১২। তাং ২১-১১-২০১৮ খ্রিঃ।
পুলিশ জানায়, আটকৃকৃতদের দেয়া তথ্য মতে ২১ নভেম্বর ভোর রাতে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে গত ১৬ নভেম্বর রাতে কমলগঞ্জের আলীনগর চা বাগানের স্টাফ আবু তালেব বাবুল এর বাসায় সংঘটিত ডাকাতিকালে লুন্ঠিত চোরাইকৃত ২ ভরি ৭ আনা গলানো স্বর্ন উদ্ধার করা হয়। অভিযানে পুলিশ উত্তম শিল্পালয়ের মালিক মিটন দেবনাথকে আটক করে। ডাকাতির ঘটনায় আক্রান্ত বাবুল মিয়া বাদী হয়ে আটককৃতদের নাম উল্লেখসহ ১৩-১৪ জনকে অজ্ঞাত আসামী করে কমলগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন মামলা নং ১১। তাং ২০-১১-২০১৮ খ্রিঃ।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ৪ ডাকাতকে বুধবার দুপুর ২ টায় মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন