কমলগঞ্জে আব্দুন নূর-নূরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও স্কুল ড্রেস বিতরণ

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে আব্দুন নূর-জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আগমন উপলক্ষে সমাজ সেবক, রাজনৈতিক কর্মী, শিক্ষানূরাগী সফল উদোক্তা মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশন চেয়ারম্যান এম.এ আহাদ-কে সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় স্কুলের পক্ষ থেকে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
বুধবার ১৩ জানুয়ারি বেলা ১ টা হাবিবুল ইসলাম ইমনের সঞ্চালনায় রিপন ইসলাম ময়নুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনউষার ইউনিয়নের চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু। সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশন ও বিশিষ্ট সমাজ সেবক এম. এ আহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক আব্দুল আহাদ, এডভোকেট মো.তাজুল ইসলাম, সাংবাদিক শাহীন আহমেদ, সালাহ্উদ্দিন শুভ, প্রকৌশলী সাইফুর রহমান, কমরেড সাইফুর রহমান, আব্দুর রহিম মাষ্টার, বদরুজ্জামান চৌধুরী জহির, ইউনুস মিয়া, নিখিল দেবনাথ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন