কমলগঞ্জে ইয়াবা, মটরসাইকেলসহ ৩ জন আটক
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে পুলিশের অভিযানে ইয়াবা ও মটরসাইকেলসহ ৩জন আটক করা হয়েছে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার শমশেরনগর মাছ বাজারের একটি দোকানে ইয়াবা খাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিনের নেতৃত্বে উপ-পরিদর্শক আবু সায়েমসহ সঙ্গীয় ফোর্স ২৩ মে মঙ্গলবার রাত সোয়া ৮টায় অভিযান চালায়। পুলিশী অভিযানে ১০ পিচ ইয়াবা ও ও একটি ১০০ সিসি হিরোহোন্ডা মটরসাইকেলসহ ৩জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে-কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামের আরিফুর রহমান টিটু (২৩), জুয়েল আহমদ (৪২) ও বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলার জিল্লুর রহমান (৩৫)। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ৩০০০ টাকা হবে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মাদক আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। আটককৃত আসামীদের বুধবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন