কমলগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৫৯টি, পাসের হার ৮৯.৮৯ ভাগ দুটি প্রতিষ্ঠানে শতভাগ পাশ
প্রণীত রঞ্জন দেবনাথ॥ সিলেট শিক্ষাবোর্ডের অধীনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২২৫৯টি। এ উপজেলায় ৩৪৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭৮৫ জন পরীক্ষার্থী পাস করেছে। উপজেলায় গড় পাসের হার ৮৯.৮৯ ভাগ। এর মধ্যে সাফল্যের ধারাবাহিকতায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজে শতভাগ পাশসহ ৭৯টি জিপিএ-৫ লাভ করেছে। প্রথমবারের মধ্যে শতভাগ পাস করেছে আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ২টি জিপিএ-৫ সহ কমলগঞ্জ উপজেলায় পাসের হার ৬০.৪৬ ভাগ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে ৭৯টি, তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৩৫টি, পতনঊষার উচ্চ বিদ্যালয়ে ২৯টি, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে ২৯টি, এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ে ২০টি, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৬টি, ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ে ১২টি, এ এ টি এম উচ্চ বিদ্যালয়ে ১১টি, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ে ১১টি, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩টি, হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৬টি, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩টি, মাধবপুর উচ্চ বিদ্যালয়ে ৪টি, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ৩টি, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ে ৩টি, কামুদপুর উচ্চ বিদ্যালয়ে ৩টি ও আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ১টি জিপিএ-৫ পেয়েছে।
এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে কমলগঞ্জ উপজেলায় চলতি বছরের দাখিল পরীক্ষায় নাজির হাসান ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন। উপজেলার ৬টি মাদ্রাসা থেকে ৩৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৪ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৬০.৪৬ ভাগ। এছাড়া এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় কমলগঞ্জ উপজেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৯২.৫০ ভাগ।
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীন এ ফলাফলের সত্যতা নিশ্চিত করে বলেন, শমশেরনগর বিএএফ শাহীন কলেজ তাদের ধারাবাহিক সফলতা ধরে রেখেছে। কলেজটি উপজেলার মধ্যে সেরা। উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসায় মোট ২৬১টি জিপিএ-৫ লাভ করেছে। এর মধ্যে বিএএফ শাহীন কলেজ একাই ৭৯টি জিপিএ-৫ লাভ করে।
মন্তব্য করুন