কমলগঞ্জে কুচিয়া মাছ চাষের প্রয়োজনীয় উপকরণ বিতরণ

May 17, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ প্রাকৃতিক উপায়ে কুচিয়ার বংশ বিস্তারের সুযোগ এবং পরিবার ভিত্তিক কুচিয়া খামার স্থাপনের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকারভোগী সদস্যদের মাঝে কুচিয়া মাছ চাষের প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।
১৫ মে সোমবার বিকাল ৫টায় মৌলভীবাজারের কমলগঞ্জস্থ হীড বাংলাদেশ অফিসে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ বিতরণ করা হয়।
হীড বাংলাদেশের লিফট কর্মসূচীর বাস্তবায়নে কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন, কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, প্রকল্পের অপারেশন ডিরেক্টর পিটার অমিতাভ। প্রকল্পের কার্যক্রম বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার নূরুর রহমান। অনুষ্ঠানে ২৬টি পরিবারের মধ্যে প্রতি সদস্যকে ১২ হাজার টাকার উপকরণ এবং আরও ৩টি পরিবার সদস্যদের মধ্যে ৬টি ছাগল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com