কমলগঞ্জে কৃষক মাঠ দিবস পালন

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলায় ইকোলোজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় নিরাপদ উচ্চ মূল্যের সবজি (বারি বেগুন-১২) চাষ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে।
রোববার ২৯ জানুয়ারি দুপুর ১২টায় উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে পাতাকুঁড়ি সোসাইটির বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) -এর কারিগরি সহযোগিতায় দিবসটি পালন করা হয়।
পাতাকুঁড়ি সোসাইটির নির্বাহী পরিচালক দেবাশীষ দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক সামছুদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা (চ:দা:) মো: রেজাউল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিশ^জিৎ রায়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পাতাকুঁড়ি সোসাইটি কমলগঞ্জ শাখার ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর (ভিসিএফ) মো: তারেক নাসির উল্ল্যাহ। প্রকল্পের সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর সীমান্ত দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে নিরাপদ সবজি চাষ সম্পর্কে স্বরচিত কবিতা পাঠ করেন প্রকল্পের সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মো: সাইফুল ইসলাম মুজাহিদ।
বক্তব্য রাখেন প্রকল্পের সুবিধাভোগী সবজি চাষী রাজেন্দ্র কুমার সিংহ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় কৃষকরা। অনুষ্ঠান শেষে অতিথিরা মাঠ পরিদর্শন করেন ।
মন্তব্য করুন