কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ শত পবিারের মাঝে পূজা উদযাপন পরিষদের খাদ্য সহায়তা
প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা (চাল, ডাল, তেল, আলু, লবণ প্রভৃতি) বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে উপজেলার ৯টি ইউনিয়নে ৩১ আগস্ট শনিবার দিনভর এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়।
জানা যায়, অতিসম্প্রতি মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী অনুষ্ঠানের ব্যয় সংকোচন করে এবার কমলগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক প্রত্যুষ ধর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা নির্মল সিংহ পলাশ, মুন্সীবাজার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ পাল, আলীনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দু সেনগুপ্ত বুলবুল, ইসলামপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার সিংহ, মাধবপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার নুনিয়া প্রমুখ।
মন্তব্য করুন