কমলগঞ্জে জামায়াতে ইসলামির উদ্যোগে বিনা লাভের দোকান

কমলগঞ্জ প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনা লাভের দোকান ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পবিত্র মাহে-রমজান উপলক্ষে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিনা লাভের দোকানের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়া।
মঙ্গলবার ৫ মার্চ দুপুর ২টার দিকে উপজেলার ভানুগাছ বাজারের ইসলামী ব্যাংকের উত্তর পাশে তামান্না ট্রেডার্স-এ এই বিশেষ দোকানের উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়া বলেন, রমজান মাসে সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে জামায়াতে ইসলামী এ উদ্যোগ গ্রহণ করেছে। ৪ রমজান থেকে আগামী ১৫ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। জনসেবামূলক এ উদ্যোগের মাধ্যমে এলাকার নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ উপকৃত হবেন।
কমলগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইব্রাহীম মোহাম্মদ আব্দুহু, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি জামায়াত নেতা কাজ্বী মামুনুর রশীদ, কমলগঞ্জ পৌর জামায়াতের আমির আব্দুল হাই, কমলগঞ্জ সদর ইউপি জামায়াতের আমির এবাদুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমলগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি আলতাফুর রহমান, কমলগঞ্জ পৌর শিল্প ও ব্যবসায়িক শাখার সভাপতি আরমান হোসেন দোলনসহ জামায়াতে ইসলামী এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় ক্রেতারা জামায়াতে ইসলামী এর এ উদ্যোগের প্রশংসা করে বলেন, রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সময়ে এমন সহায়তা সত্যিই প্রশংসনীয়। তারা আশা করেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন