কমলগঞ্জে দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

January 21, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার উত্তরবাজারস্থ হরিস্মরণ গ্রামে শ্রীশ্রী দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্থর করা হয়েছে। সোমবার ২১ জানুয়ারি সকাল ১১টায় এ উপলক্ষে এক আলোচনা সভা স্থানীয় ভৈরবথলী প্রাঙ্গনে দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবুল শব্দকর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভুবন শব্দকরের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ০৩নং মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মো: শফিকুর রহমান, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, পল্লী চিকিৎসক রিপন দেবনাথ, মতিলাল পাল, সমাজসেবক মোশাহীদ আলী। অনুষ্ঠানে শব্দকর সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ধর্মীয়ভাবে দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com