কমলগঞ্জে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৪৭৪৭ জনকে ভিজিএফ এর চাল বিতরণ

August 16, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা ও কমলগঞ্জ সদর ও মাধবপুর ইউনিয়নে বৃহস্পতিবার দিনব্যাপী ৪৭৪৭ জন গরীব দু:স্থ লোকের মধ্যে ভিজিএফ কর্মসূচীর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। চারটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসুচীর শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও সরকারী প্রতিশ্রুতি সস্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। অনুষ্ঠানে কমলগঞ্জ পৌরসভায় ৩০৭১ জন, কমলগঞ্জ সদর ইউনিয়নে ৮১৫ ও মাধবপুর ইউনিয়নে ৮৬১ জন হতদরিদ্র পরিবারকে জনপ্রতি ২০ কেজি ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।
১৬ আগষ্ট বৃহষ্পতিবার দুপুর ১২টায় কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে ৪টি ওয়ার্ড ও বেলা সাড়ে ১২ টায় উপজেলার আদমপুর রোডে মেয়রের ব্যক্তিগত কার্যালয়ের সম্মুখে ৫টি ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মধ্যে চাল বিতরণী অনুষ্টানে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদের সভাপতিত্বে ও কাউন্সিলর মো: আনোয়ার হোসেনের পরিচালনায় ভিজিএফ চাল বিতরণ অনুষ্টানে বক্তব্য রাখেন কাউন্সিলর রমুজ মিয়া, সৈয়দ জামাল হোসেন, আনছার শোকরানা মান্না প্রমুখ। দুপুর ১টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সমাজসেবক হারুন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ। দুপুর ২ টায় মাধবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কুমার কানুর সভাপতিত্বে ও ইউপি সদস্য রনজিৎ কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো: আশিদ আলী, সম্পাদক লক্ষী নারায়ণ সিংহ, আওয়ামীলীগ নেতা শ্যামকুমার সিংহ, বিপ্লব কুমার সিংহ প্রমুখ। এসব অনুষ্ঠান সমূহে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ৃও

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com