(ভিডিওসহ) কমলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেলেন এক হাজার যুবলীগ কর্মী

August 31, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ করোনা ভাইরাস-২০১৯ মহামারী পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে কর্মহীন এক হাজার যুবলীগ কর্মীর মধ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে ১০ কেজি চাল দিয়েছে উপজেলা যুবলীগ। সোমবার ৩১ আগস্ট বিকাল ৫টায় কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চাল বিতরণ করেন সরকারী অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাব্কে চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুলের সঞ্চালনায় চাল বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলম ইকবাল, সাধারন সম্পাদক এডভোকেট এএসএম আজাদুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা বিআরডিবি সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ, জেলা যুবলীগের সহ সভাপতি, পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাধবপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি আসিদ আলী, উপজেলা যুবলীগের সদস্য জহির আলম নান্নু, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com