কমলগঞ্জে বিভিন্ন পর্যায়ের ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা

May 13, 2025,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে উপজেলার বিভিন্ন পর্যায়ের ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা (তাঁত, মধু, বাঁশ-বেত, আগর, মৃৎ, ফুল-শলা ঝাড়ু, পান) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ১৩ মে বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্লাবন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডি, এম, সাদিক আল সাফিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সভাপতি ও লেখক-গবেষক আহমদ সিরাজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলু, বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো: ইমাদ উদ্দিন, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ বাবুল, তাঁত শিল্প উদ্যোক্তা ও কলাবতী শাড়ির উদ্ভাবক রাধাবতী দেবী, বাঁশ-বেত শিল্প উদ্যোক্তা সোমা বিশ্বাস, টমেটো চাষী ব্রজেন্দ্র সিংহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন বলেন, বিশেষ বৈশিষ্ট হিসেবে কমলগঞ্জ উপজেলা বহু বর্ণিল ভাষা বৈচিত্র্য ও বহুমাত্রিক ক্ষুদ্র উদ্যোক্তা শিল্পের একটা মালা যেন সমস্ত উপজেলাকে শিল্পের চাঁদওে ঘিওে রেখেছে। ইতিমধ্যে মণিপুরি তাঁত জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, এটা আমাদেও জন্য অত্যন্ত গৌরবের। তিনি কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তাদের জন্য যথাযথ প্রশিক্ষণ ও সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন।

তিনি আরো বলেন, কমলগঞ্জ উপজেলার ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নের ব্যাপারে প্রধান উপদেষ্টার দপ্তরে পত্র প্রেরণ করবেন বলে জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com