কমলগঞ্জে বন্যা পীড়িতদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

August 31, 2024,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে বন্যা কবলিত এলকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ৩০ আগস্ট সকালে শ্রীমঙ্গল-কমলগঞ্জের পেশাজীবি চিকিৎসক সমাজের আয়োজনে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার গৌরমনি সিনহা, ডাক্তার সত্যকাম চক্রবর্তী, ডাক্তার নিবাস পাল, ডাক্তার অশোক ঘোড়, ডাক্তার মাহফুজ আহমদ, ডাক্তার প্রিয়তোষ রায়, ডাক্তার নিলয় দাস, ডাক্তার অজন্তা দেবী, ডাক্তার শিউলী রানী দেব, মেডিকেল টেকনোলজিস (ইপিআই) আশরাফুল আলম ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক আনজুমান আরা রুবি প্রমুখ।

বন্যার্তেদর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে ৫০০ রোগীকে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের ঔষধ বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com