কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজা পূণ: র্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
October 31, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল কৃষক প্রজা বিদ্রোহ স্মৃতি ও গবেষণা পর্ষদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা পূণ:র্মিলনী ও আলোচনা সভা বৃহস্পতিবার ২৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়।
কৃষক প্রজা বিদ্রোহ স্মৃতি ও গবেষণা পর্ষদের সভাপতি ব্রজেন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবি কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মন্ত্রী কুমার সিংহ, কৃষ্ণ কুমার সিংহ, নন্দ কুমার সিংহ, রামচন্দ্র শর্মা, কালীমোহন সিংহ, নীলকান্ত সিংহ, স্বর্ণ কুমার সিংহ, ললিত মোহন সিংহ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্যামল বরণ সিংহ। সাংগঠনিক কার্যাবলী নিয়ে আলোচনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন সিংহ।
মন্তব্য করুন