কমলগঞ্জে শ্বা স রো ধে স্ত্রীকে হ ত্যার পর থানায় পা ষা ন্ড স্বামী

January 14, 2025,

প্রনীথ রঞ্জন দেবনাথ : মৌলভীবাজারের কমলগঞ্জে অন্য ছেলের সাথে প্রেমের সম্পর্কের স ন্দে হে কথা কা-টা-কা-টি-র এক পর্যায়ে গলায় ওড়না পেছিয়ে দ্বিতীয় স্ত্রীকে পা ষ ন্ড স্বামী আজাদ বক্স (৬২) হ ত্যা করেছে বলে অ ভি যো গ পাওয়া গেছে।

দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগম (৩০) কে হ ত্যা র পর ঘা ত ক স্বামী থানায় গিয়ে আ-ত্ম-স-ম-র্প-ন করেছে। এ ঘ ট না টি ঘ টে ছে রোববার ১২ জানুয়ারি সকাল ১০ টায় উপজেলার আলেপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের আজাদ বক্স নিজ বাড়িতে স্ত্রী নিয়ে বসবাস করতেন। এক পর্যায়ে আলেপুর গ্রামের মনোয়ারা বেগমের সাথে ২০২৩ সনে প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সম্পর্কের জের ধরে আজাদ মিয়া মনোয়ারা বেগমকে দ্বিতীয় বিয়ে করে। মনোয়ারা বেগম আলেপুর বাবার বাড়িতে থাকতো।

সম্প্রতি দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগম অন্য ছেলের সাথে প র কী য়া করছে এমন সন্দেহে আজাদ বক্স ক্ষু ব্ধ হয়ে উঠে। রোববার সকালে আলেপুর গ্রামে শ্বশুড় বাড়িতে গিয়ে দ্বিতীয় স্ত্রীর সাথে এসব বিষয় নিয়ে কথা কা-টা-কা-টি-র এক পর্যায়ে আজাদ বক্স ঘরের মধ্যে ওড়না দিয়ে গলা পেঁছিয়ে মনোয়ারা বেগমকে হ ত্যা করে। হ ত্যা করার পর সে নিজে কমলগঞ্জ থানায় এসে আ-ত্ম-স-ম-র্প-ন করে।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, আ সা মী আজাদ বক্স থানায় আসলে তাকে গ্রে ফ তা র করা হয়েছে। মনোয়ারা বেগমের ম র দে হ উ দ্ধা র করে ম-য়-না-ত-দ-ন্তে-র জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com