কমলগঞ্জে সারের দোকানে অগ্নিকান্ডে ১০ লক্ষ টাকার মালামাল ভস্মিভূত
কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারের চৌমুহনীতে অবস্থিত এবি এগ্রিকালচার এর দোকানে গভীর রাতে অগ্নিকান্ডে সার, বীজ ও কীটনাশক ভস্মিভূত হয়েছে।
১৯ মে শুক্রবার গভীর রাতে কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজারের মাধবপুর রোডে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ভানুগাছ বাজারের চৌমুহনীতে মাধবপুর রোডে মাসুম এন্ড মিলি এন্টারপ্রাইজে অবস্থিত মেসার্স এবি এগ্রিকালসার এর দোকানে সৃষ্ট অগ্নিকান্ডে সার, বীজ ও কীটনাশক ভস্মিভুত হয়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস এর লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। দোকানের সত্ত্বাধিকারী ইকবাল মিয়া জানান, অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষ টাকার সার, বীজ ও কীটনাশক পুড়ে ছাই হয়েছে। শনিবার সকালে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া শফি, সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ড না নাশকতা করে কেউ আগুন লাগিয়ে দিল তা এখনো পরিষ্কার নয়।
মন্তব্য করুন