কমলগঞ্জে স্ত্রী ও প্রতিবন্ধী স্বামীর উপর হামলা
কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের নরসিংহপুর গ্রামে স্ত্রী ও প্রতিবন্ধী স্বামীকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত মহিলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কৃষ্ণপুর গ্রামের মিছির মিয়া, বিলাত মিয়া, ইউসুব আলী ও শাহীন মিয়াদের সাথে নরসিংহপুর গ্রামের নজির মিয়া ও তার স্ত্রী শেলী আক্তারের জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে গত বুধবার সকালে বিবাদীরা শেলী বেগম এর উপর হামলা করে তাকে আহত করে। বিবাদীরা শেলী বেগমের বসত ঘরে ভাংচুর করে মোবাইল ফোনসহ লুটপাট করে। এসময় বাঁধা দিলে বিবাদীরা শেলী বেগমের প্রতিবন্ধী স্বামী নজির মিয়াকেও আহত করে। এ ঘটনায় শেলী বেগম বাদী হয়ে ৪ জনকে আসামী করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আবু সায়েম বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন