কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত

May 24, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥   মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের কর্মীসভা গত মঙ্গলবার ভানুগাছ চাঁদনী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জি এম এ মুক্তাদির রাজু।
কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম রব্বানি তৈমুরের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের আহবায়ক মামুনুর রহমান মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সেলিম মোঃ সালাউদ্দিন, গোলাম মোস্তফা সাফু, কেন্দ্রীয় সাইবার দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আহমেদ মাহফুজ, জেলা ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা শাহান পারভেজ শিপন, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিম আহমেদ বাপ্পী, জেলা ছাত্রদল নেতা মাযহারুল ইসলাম মহসীন, জেলা সাইবার দলের সভাপতি জাবেদ আহমদ টিপু, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জুনেদ, মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ চৌধুরী শাহান, যুগ্ম আহবায়ক ইহাম মোজাহিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইজ্জাদুর রহমান ইজ্জাদ, আব্দুল আহাদ, যুগ্ম আহবায়ক কয়েছ আহমদ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক চৌধুরী মোঃ মবু, মীর খালেদ, কমলগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক কাজী ফয়সল, যুগ্ম আহবায়ক জাফর সাদিক জামি, শমশেরনগর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক গোলাম রাব্বি, যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমানসহ কমলগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের আহবায়ক ও যুগ্ম আহবায়কবৃন্দ। কর্মীসভায় বক্তারা বলেন, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলকে একমাত্র গোলাম রাব্বানি তৈমুর সুসংগঠিত করেছেন। বিগত সব আন্দোলনে গোলাম রাব্বানি তৈমুর কমলগঞ্জ উপজেলা ছাত্রদলকে নিয়ে রাজপথে ছিলেন তাই কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি হিসাবে আমরা গোলাম রাব্বানি তৈমুরকে দেখতে চাই।
প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জি এম মুক্তাদির রাজু বলেন, আমি আজ কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের এই কর্মীসভায় ছাত্রদলের বিশাল উপস্থিতি দেখে মুগ্ধ। তিনি বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন ২০৩০ সফল করার জন্য প্রস্তুতি গ্রহণের জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীদের আহবান জানান। তিনি অবিলম্বে সকল গুম, খুন ও হত্যার সুষ্ঠু বিচার দাবি করে মানুষের ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া কর্মীসভায় অতিথিদের সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com