কমলগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টুথপেষ্ট, ব্রাশ ও নেইল কাটার বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টুথ পেষ্ট, টুথ ব্রাশ ও নেইল কাটার বিতরণ করা হয়। এডিপি ২০১৬-২০১৭ এর আওতায় উপজেলা পরিষদের আয়োজনে শনিবার ১৩ মে সকাল ১০টায় শমশেরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম পর্যায়ে আনুষ্ঠানিকভাবে এসব স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।
শমশেরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, সাবেক ভাইস চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ হোসেন কুটি, কমলগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ ও সাংবাদিক মুজিবুর রহমান।
শনিবার সকাল ১০ টায় শমশেরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়েল প্রথম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ৮০ জন শিক্ষার্থীর মাঝে স্বাস্থ্য উপকরণ হিসাবে একটি করে পেসোডেন্ট টুথ পেষ্ট, একটি টুথ ব্রাশ ও একটি করে নেইল কাটার বিতরণ করা হয়। বেলা ১১টায় শমশেরনগর চা বাগানের ফাঁড়ি চা বাগান কানিহাটি ও বাঘিছড়ার প্রাথমিক বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীর মাঝে এসব স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। শনিবার বেলা ১২টায় শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর মাঝে স্বাস্থ্য উপকরণ হিসাবে টুথ পেষ্ট, টুথ ব্রাশ ও নেইল কাটার বিতরণ করা হয়।
কমলগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ বলেন, আগে এডিপির অর্থায়নে রাস্তা ঘাট উন্নয়ন, ভবন ও সেতু নির্মাণ ইত্যাদি কাজ হতো। এবার কমলগঞ্জে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও লেখা পড়া উন্নয়নে উপজেলা পরিষদের সিদ্ধান্ত নিয়ে এডিপির অর্থায়নে এসব কাজ করা হচ্ছে।
মন্তব্য করুন