কমলগঞ্জ পৌরসভায় বিধবা-বয়স্ক ভাতা বিতরণ

November 4, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ পৌরসভায় ৬৪ জন উপকারভোগীদের মধ্যে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ও ৭২টি পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। ৪ নভেম্বর রোববার বিকাল ৪টায় পৌরসভার হল রুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ ও সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বাদশা ফয়সল, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, পৌর কাউন্সিলর আফজল হোসেন প্রমুখ। পরে প্রধান অতিথি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি ৩১ জন বয়স্ক, ২৩ জন বিধবা ও ১০ জন প্রতিবন্ধী উপকারভোগীকে ভাতা ও ৭২টি পরিবারের মধ্যে সোলার প্যানেল বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com