কাতারস্থ জুড়ী উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির ঈদ পূর্ণমিলনী

কাতার প্রতিনিধি: কাতারস্থ জুড়ী উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির আয়োজনে ঈদ পূণমিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার কাতারের আল সোমাল পাবলিক গার্ডেনে জুড়ী উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি ঈদ পূর্ণমলনী উদযাপন করেন এতে জুবের খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাছানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন কাতারের সভাপতি নজরুল ইসলাম, বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ, বাবুল আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক দুলাল আহমেদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সৈয়দ আনা মিয়া, এনামুজ্জামান, আহমেদ জায়েদ, পংকি মিয়া, আব্দুল হান্নান পান্না, জাকির হোসেন, তাজুল ওয়াহিদ, সিরাজুল ইসলাম শাহিন, ফখরুল ইসলাম, আহমেদ মালেক, আবু তাহের, বদরুল আলম, ফরিদ আহমেদ, জইনুদ্দীন, নাহিদুল ইসলাম রতন, আইনুল হক, তোফায়েল আহমেদ, শাহিনুদ্দীন, সাইদুল ইসলাম, হাসানুজ্জামান, জাইন উদ্দিন, হুমায়ুন রসিদ সুমন, মোঃ কাইয়ুম সুমন, আরিফ মাহমুদ, জাকারিয়া শিপলু, সাইদুর রহমান সুমন, শরিফুল হক, আনোয়ার হোসেন, দেলওয়ার হোসেন, এনামুল করিম, রুবেল হোসেন প্রমুখ।
মন্তব্য করুন