কাতারে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের অভিষেক সম্পুন্ন

February 27, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কাতারে বসবাসরত মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাবাসীদের সমন্বয়ে যাত্রা শুরু করেছে সামাজিক সংগঠন ‘কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন’। কাতারের রাজধানী দোহা’র একটি রেষ্টুরেন্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

এসোসিয়েশনের সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন ও আব্দুস সালাম ফুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন কাতারের ভারপ্রাপ্ত সভাপতি মো. কফিলউদ্দিন, এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জামাল উদ্দিন তফাদার ও হারুনুর রশিদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রুবেজ আহমদ রুবেল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন রেনু ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, সহ-সভাপতি লোকমান সিদ্দিকী, মোহাম্মদ ফজলুল করিম, হাফিজ তোতিউর রহমান, মোহাম্মদ নজরুল ইসলাম, আব্দুল জলিল সেফুল, আব্দুর রহিম, আব্দুস শহিদ, মোহাম্মদ আমির হোসেন সিদ্দিকী ও মোশাহিদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমদ, আমিনুল ইসলাম স্বপন, সোয়াইব আহমদ তালুকতদার, এহসান মাহমুদ নাজিম, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ হাসান তালুকদার, আজিজুর রহমান লাকি, বাদশা মামুন, ফখরুল ইসলাম, মশাহিদ আলী আলফু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে সর্বসম্মতিক্রমে মো. শাহজাহান মিয়াকে সভাপতি, জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক ও রুবেজ আহমদ রুবেলকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা জামাল উদ্দিন আহমদ তফাদার।

অনুষ্ঠানে ঢাকা চকবাজারের অগ্নিকান্ডে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রিন্সিপাল মাওলানা খালেদ সাইফুল্লাহ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যানে অবদান রাখার মহৎ উদ্দেশ্যে এই সংগঠন যাত্রা শুরু হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় আর্ত মানবতার কল্যানে আমরা অগ্রনী ভুমিকা পালনে দৃঢ় প্রতিজ্ঞ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com