কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ২ ফেব্রুয়ারি বিকেলে মৌলভীবাজার চেম্বার অব কমার্সের আয়োজনে শহরের কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে মাসব্যাপী এ শিল্প ও বাণিজ্য মেলা মেলার শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন, চেম্বার অফ কমার্সের সহ-সভাপতি ও একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজিত দাস, চেম্বার সদস্য এডভোকেট গৌছ উদ্দিন লিক্সন, চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন, চেম্বার সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মনোয়ার আহমেদ রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুল আলম সহ অন্যান্যরা।
মন্তব্য করুন