কিশোরী মেয়েকে ধর্ষনের অভিযোগ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের খোজারগাও গ্রামে এক কিশোরী মেয়েকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে কিশোরীর পরিবার অভিযোগ কিংবা মুখ খুলতে নারাজ রয়েছেন। ধর্ষনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানাজানি হলে কোন উদ্যোগ নেয়া হয়নি।
ধষিতা কিশোরী জানায়, কয়েক বছর যাবত খাজারগাও গ্রামের একটি বাড়িতে কাজ করতাম। তাকে আটকে রেখে খারাপ কাজ করে আসছে বাড়ির মালিক। বিষয়টি আমার মা, খালা ও নানীকে জানালে তারা আমাকে বলে এসব কিছু না, তুই কাউকে কিছু বলিশ না আমরা দেখছি। কিছু দিন পরে আমি জানতে পারলাম আমার মা, খালা ও নানী ওই ব্যক্তির কাছ থেকে আমাকে দিয়ে টাকা নিচ্ছেন। সেই জন্য আমার আপনজনরা প্রতিবাদ করছেনা। আমার এই বিষয়টি ঘটনাকারীর স্ত্রী, ছেলে ও মেয়ে জানতো।
ধর্ষিতার চাচি বলেন মেয়ের মা হঠাৎ অক্টোবর মাসের মাঝামাঝি রাত ৮টার দিকে মেয়েকে আমার বাড়িতে নিয়ে আসেন। আমি মেয়ের মাকে জিজ্ঞেস করি মেয়ের কি হয়েেেছ, মেয়ের মা বলে মেয়ে একটু ভুমি করেছে ওষুধ দিয়েছি ঠিক হয়ে যাবে। কয়েকদিনপর নিয়ে যাব। সকালে মেয়েকে জিজ্ঞেস করলে মেয়ে বলে আমি যে বাড়িতে কাজ করতাম সেই বাড়ির মালিক আমার সাথে খারাপ কাজ করতো।
এ বিষয়ে ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদের মেম্বার তোফায়েল এর সাথে কথা হলে জানান, কিশোরী মেয়ে ছোট বেলা থেকে এলাকার জৈনক এক ব্যক্তির বাড়িতে থাকতো। এ বিষয়ে ফেসবুক মাধ্যমে আমরা জানতে পাড়ি।
খোজারগাও গ্রামের অভিযুক্তের সাথে এ প্রতিবেদক মুঠোফোনে যোগাযোগ করে বিষয়টি জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন যাদের সাথে যোগাযোগ করেছেন তাদের কাছ থেকে জানেন। কিশোরী মেয়েকে ধর্ষনের বিষয়ে তার মা এর কথা বললে বিষয়টি এড়িয়ে যান।
এ ব্যাপারে মৌলভীবাজার সদর সার্কেল জিয়াউর রহমানের সাথে কথা হলে তিনি জানান, এবিষযে কোন অভিযোগ আসেনি আসলে আইনি ব্যবস্থা নেয়া হব।
ধর্ষনের বিষয়টি ধামাচাপা দিতে একটি বিশেষ মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন