কুলাউড়ায় আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া ৩০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

June 6, 2025,

এস আর অনি চৌধুরী : কুলাউড়ায় বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ জহুরুল হোসেন।

শুক্রবার ৬ জুন সকাল থেকে তিনি উপজেলার আশ্রয়কেন্দ্রগুলোতে গিয়ে সেখানে অবস্থানরত ৩০টি পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার কয়েকটি এলাকায় ইতোমধ্যে পানি ঢুকে পড়ায় জরুরি ভিত্তিতে একাধিক আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। বর্তমানে কুলাউড়া পৌর শহরের রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজ, ভূকশিমইল ইউনিয়নের কানেহাত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘাটের বাজার শেড এবং জয়চণ্ডী ইউনিয়নের মিরশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে মোট ৩০টি পরিবার আশ্রয় নিয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ জহুরুল হোসেন বলেন, যেসব এলাকা থেকে প্রকৃত বন্যাকবলিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে, সেসব স্থানে দ্রুততম সময়ের মধ্যে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। আশ্রয়কেন্দ্রে যেনো কেউ না খেয়ে থাকে, সেটা আমরা নিশ্চিত করছি।

উল্লেখ্য, টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কুলাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে বন্যাকবলিতদের সহযোগিতায় জরুরি কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com