কুলাউড়ায় ইট ভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় অবাধে কৃষি জমির উর্বর মাটি কেটে নিয়ে যাচ্ছেন ইট ভাটা মালিকরা। পাশাপাশি মাটি পরিবহনে ট্রাক, ট্যাক্টর, ট্রলি যেনতেনভাবে ভর্তি করে সড়ক ও ইউপির পাকা রাস্তাগুলোতে চলাচল করায় মাটি পড়ে সড়ক নষ্ট হচ্ছে।
বৃহস্পতিবার ৩০ জানুয়ারি রাতে বৃষ্টি হওয়ায় উপজেলার বিভিন্ন পাকা সড়ক পিচ্ছিল হয়ে যায়। পরদিন শুক্রবার সকালে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ছমরু মিয়া ফিলিং স্টেশনের এলাকায় কয়েকটি গাড়ি রাস্তা কর্দমাক্ত থাকার কারণে দুর্ঘটনার শিকার হয়। এছাড়া ভবানীপুর-মৈষাজুড়ী সড়কে কর্দমাক্ত থাকার কারণে মোটরসাইকেল নিয়ে এক আরোহী পড়ে যান। ওই এলাকায় অবৈধভাবে মাটি পরিবহন করে রাস্তা নষ্ট করায় ফয়েজ আহমদের মালিকানাধীন সুরমা ব্রিক্সফিল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ৩১ জানুয়ারি সকালে উপজেলার ঢুলিপাড়া এলাকায় এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
তিনি জানান, মাটি বহন করে রাস্তা নষ্ট করায় সুরমা ব্রিক্সফিল্ডকে এ জরিমানা করা হয় এবং এমবিএইচ ব্রিক্সের গাড়ি চালককে মুছলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। এরআগে বিভিন্ন সময়ে অভিযানে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে হাজীপুরে মনু ব্রিক্সকে এক লাখ সত্তর হাজার টাকা, শাপলা ব্রিক্সকে পঞ্চাশ হাজার টাকা, আশ্রয়গ্রাম এলাকায় মনু নদীর তীর থেকে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে এক লাখ টাকা, চাতলগাঁও এলাকায় রোকন মিয়া নামে এক এক্সেভেটর মেশিনের মালিককে দুই দফায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা, লংলা খাস এলাকায় এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা, সিরাজনগর চা-বাগান এলাকায় এক ব্যক্তিকে বিশ হাজার টাকা, উত্তর কুলাউড়া স্কুলের সামনে এক ট্রাক মালিককে ১০ হাজার টাকাসহ প্রায় ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া জয়চন্ডীতে সরকারি টিলা কাটায় এক ব্যক্তিকে পনেরো দিনের জেল দেয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বলেন, বর্তমান সময়ে দেখা যাচ্ছে স্থানীয় লোকজন তাদের জমির মাটি বিভিন্ন ইট ভাটা ও বাসাবাড়িতে বিক্রির প্রবণতায় রয়েছেন। গত বুধবার আইনশৃঙ্খলা কমিটির সভায় অবাধে মাটি কাটার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) নিয়মিত অভিযান পরিচালনা করছেন।
মন্তব্য করুন