কুলাউড়ায় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা

September 29, 2024,

এস আর অনি চৌধুরী : কুলাউড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব অজয় দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার ফেরদৌস আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম আপছার, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান, উপজেলা জামায়াতের আমির প্রভাষক মো: হামিদ খান, উপজেলা বিএনপির (একাংশ) সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বিএনপির (একাংশ) সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডক্তার রজত কান্তি ভট্টাচার্য, সাধারণ সম্পাদক গৌরা দে, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মাহবুবুর রহমান।

আরও বক্তব্য রাখেন চেয়ারম্যান আজিজুর রহমান মনির, আব্দুর রব মাহবুব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতিক, সাংবাদিক আজিজুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের পৌর আহবায়ক বিচিত্র রঞ্জন দে, পরিষদের নেতৃবৃন্দ অশোক কুমার ধর, আশীষ পাল, রামকৃষ্ণ ভট্টাচার্য, খোকন রাম বিশ্বাস, তপন দত্ত ও মলয় কুমার পাল প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক ডাক্তার অরুণাভ দে, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো: খালেদ পারভেজ বখশ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো: জাকির হোসেন, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুল মোন্তাজিমসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, গণমাধ্যম কর্মী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আসন্ন দুর্গোৎসব কুলাউড়ায় শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বেকআপ লাইট, সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ফায়ার সার্ভিস সুবিধা, যানজট নিরসনসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

ইউএনও মো: মহিউদ্দিন ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে কুলাউড়ায় সম্মিলিত সহযোগিতায় আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য সবাইকে স্বস্ব অবস্থান থেকে সহযোগিতার আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com