কুলাউড়ায় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা
এস আর অনি চৌধুরী : কুলাউড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব অজয় দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার ফেরদৌস আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম আপছার, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান, উপজেলা জামায়াতের আমির প্রভাষক মো: হামিদ খান, উপজেলা বিএনপির (একাংশ) সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বিএনপির (একাংশ) সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডক্তার রজত কান্তি ভট্টাচার্য, সাধারণ সম্পাদক গৌরা দে, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মাহবুবুর রহমান।
আরও বক্তব্য রাখেন চেয়ারম্যান আজিজুর রহমান মনির, আব্দুর রব মাহবুব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতিক, সাংবাদিক আজিজুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের পৌর আহবায়ক বিচিত্র রঞ্জন দে, পরিষদের নেতৃবৃন্দ অশোক কুমার ধর, আশীষ পাল, রামকৃষ্ণ ভট্টাচার্য, খোকন রাম বিশ্বাস, তপন দত্ত ও মলয় কুমার পাল প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক ডাক্তার অরুণাভ দে, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো: খালেদ পারভেজ বখশ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো: জাকির হোসেন, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুল মোন্তাজিমসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, গণমাধ্যম কর্মী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন দুর্গোৎসব কুলাউড়ায় শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বেকআপ লাইট, সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ফায়ার সার্ভিস সুবিধা, যানজট নিরসনসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
ইউএনও মো: মহিউদ্দিন ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে কুলাউড়ায় সম্মিলিত সহযোগিতায় আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য সবাইকে স্বস্ব অবস্থান থেকে সহযোগিতার আহবান জানান।
মন্তব্য করুন